ক্রেডিট কার্ড কী? (What is the credit card)
ক্রেডিট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল 'ধার' নেওয়া। এই ক্রেডিট কার্ড (credit card) বিভিন্ন অনলাইন ও কেনাকাটা কিংবা শপিং করতে এটি ব্যবহার করা হয়। ক্রেডিট কার্ড দেখতে ATM কার্ডের মতোই সম্পর্ণ কিন্তু কাজটা একটু আলাদা।
আর এই ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাঙ্ক ও কম্পানি গুলি দিয়ে থাকে। এই ক্রেডিট কার্ড নিতে চাইলে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে আবেদন করলে পেয়ে যাবেন।
একটি উদাহরণ
মনে করেন হঠাৎ কিছু আপনার কেনার প্রয়োজন হল তখন দেখাগেল সেই পরিমাণ টাকা আপনার কাছে নেই।তখন আমাদের কোনো বন্ধুদের থেকে কিছু টাকা ধার নিয়ে সেটি কিনেনিলাম। পরবর্তি সময়ে সেই ধারে নেওয়া টাকা বন্ধুকে আবার ফিরত দিলাম।
ঠিক তেমনি এই ক্রেডিট কার্ড হল হঠাৎ বন্ধুর মতো সাহায্য করে।
এই ক্রেডিট কার্ডে ঋণ হিসাবে কাজ করে। কোনো শপিং করার পর টাকা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়,কোনো টাকা না থাকলেও এই সুবিধা ক্রেডিট কার্ড দিয়ে থাকে।কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা আপনার কার্ডে জমা করতে হবে।নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সুদ অথবা চার্জ কাটে সেই কার্ডের কম্পানি বা ব্যাঙ্ক।
ক্রেডিট কার্ড কে প্রথম আবিষ্কার করেন?Who invented the credit card first?
জন বিগ্গিন্স(john biggins) নিউ ইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুস ন্যাশনাল ব্যাংকের জন্য কাজ করার সময় তিনি 1946 সালে চার্জ-ইনিংসটি তৈরি করেন। তিনি ফ্রাঙ্কলিন ব্যাংকের পাটেরস, নিউ জার্সির চেয়ারম্যান ছিলেন।