শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোটর ইন্স্যুরেন্স পলিসি কী? #what is the motor insurance policy?

Banglar seva মোটর ইন্সুরেন্স কী?
মোটর ইন্স্যুরেন্স অন্যান্য যে-কোনও ইন্স্যুরেন্স পলিসির মতোই একই, তবে এটি, ‘বাধ্যতামূলক’! কমপক্ষে যেকোনো গাড়ির জন্য থার্ড পার্টি ইন্সুরেন্স থাকা বাধ্যতামূলক।এবং, নাম থেকেই বোঝা যায়, যে এটি এমন একটি ইন্স্যুরেন্স যা সব ধরনের যানবাহনের সাথে সম্পর্কিত, যেমন মোটরসাইকেল, চার চাকা গাড়ি, জিপ,ট্রাক ,লরি অথবা বাণিজ্যিক গাড়ি ইত্যাদি।


সরকার আমার,আপনার সুরক্ষার ব্যাপারটি মাথায় রেখে মোটর ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করেছে। কোনও দুর্ঘটনার জন্য আপনার যা ক্ষতি হতে পারে, তার তুলনায় অনেক কম বার্ষিক প্রিমিয়াম দিয়ে আপনি আরও অনেক বেশি সুবিধা উপভোগ করতে পারেন। 
যেমন- গাড়ি চালাতে গিয়ে আমাদের সাথে অপ্রত্যাশিত ভাবে গাড়ি দুর্ঘটনা হয়ে যায়। এর ফলে বিভিন্ন মানুষ এবং নিজেদের গাড়ি অথবা অন্যান্যদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
এই ক্ষতিগ্রস্ত মানুষদের তাদের ক্ষতিপূরণ এবং নিজের,গাড়ির ক্ষতি পূরন করতে এই ইন্সুরেন্স খুব প্রয়োজন। এককালীন অল্প মূল্যে বিমা/ইন্সুরেন্স কিনে কম্পানির কাছে ক্লেম করলে শর্ত অনুযায়ী তারা ক্ষতিপূরণ দিয়ে থাকে।

প্রাইভেট কার ইন্স্যুরেন্স পলিসি
এটি হল একটি মোটর ইন্স্যুরেন্স যা যে-কোনও ব্যক্তিগত গাড়ির জন্য নেওয়া দরকার। যে কোনও দুর্ঘটনা, আগুন, প্রাকৃতিক দুর্যোগ, চুরি যাওয়া এবং মালিকের কোনও আঘাতের ক্ষেত্রে ক্ষতির জন্য আপনার গাড়িটিকে কভার করে। এটি থার্ড পার্টির যে-কোনও ক্ষতি এবং আঘাতকেও কভার করে। তাই ভারতীয় সরকার এবং IRDAI প্রতিটি গাড়ির জন্য ইন্সুরেন্স বাধ্যতামূলক করেছে।

টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসি
এই ইন্স্যুরেন্স পলিসিটি স্কুটার বা বাইকের মতো দু’চাকার গাড়িগুলিকে কভার করে এবং এটি ভারত সরকার দ্বারা বাধ্যতামূলক। এটি কোনও দুর্ঘটনা, বিপর্যয়, আগুন, চুরি যাওয়া ইত্যাদির পাশাপাশি থার্ড পার্টির কোনও ক্ষতি বা আঘাতের জন্য আপনার সাথে Accident  হওয়া টু-হুইলারকে কভার করে। এটি মালিক তথা চালকের জন্য একটি বাধ্যতামূলক পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারও দেয়, যা যাত্রীদের জন্যও নেওয়া যেতে পারে।

কমার্শিয়াল ভেহিকেল ইন্স্যুরেন্স
এই ইন্স্যুরেন্স সেই সমস্ত গাড়িগুলিকে কভার করে যেগুলি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। ট্রাক, বাস, ভারী বাণিজ্যিক গাড়ি, হালকা বাণিজ্যিক গাড়ি, মাল্টি-ইউটিলিটি ভেহিকেল, কৃষিকাজে ব্যবহৃত গাড়ি, ট্যাক্সি/ক্যাব, অ্যাম্বুলেন্স, অটো-রিকশা, ইত্যাদি গাড়িগুলি এই ইন্স্যুরেন্সের আওতায় আছে।
বিশেষ করে ব্যাবসায়িক গাড়ির জন্য ইন্সুরেন্স অবশ্যই অবশ্যই প্রয়োজন।

ভারতে বিভিন্ন ধরনের মোটর ইন্স্যুরেন্স পলিসি-


থার্ড পার্টি ইন্সুরেন্স কী?
থার্ড পার্টি ইন্স্যুরেন্স হল সবচেয়ে সাধারণ ইন্স্যুরেন্সগুলির মধ্যে একটি; যাতে শুধুমাত্র থার্ড পার্টি অর্থাৎ অন্য পক্ষের ব্যক্তির, গাড়ি বা সম্পত্তির ক্ষতি ও লোকসান কভার করা হয়।

সহজ ভাষায় বললে - ধরে নিলাম রাস্তা দিয়ে আমি/ আপনি গাড়ি নিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটি গাড়ি এসে আমার/ আপনার গাড়ির সাথে ধাক্কা লাগলো। এতে তার ভুল অথবা আমার ভুলের জন্য হলো, বিবেচনা না করে তার গাড়ির ক্ষতি হওয়ায় সে আপনার কাছে ক্ষতিপূরণ চাইছে। এই ক্ষেত্রে যদি আপনার থার্ড পার্টি ইন্সুরেন্স করা থাকে ওই ব্যক্তির ক্ষতিপূরণ আপনার থার্ডপার্টি কম্পানি পূরন করবে।
এবং ওই ব্যক্তিকে থার্ডপার্টি হিসেবে ধরা হয়।

কম্প্রিহেন্সিভ
কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স হল সবচেয়ে মূল্যবান ধরনের একটি ইন্স্যুরেন্স যা থার্ড পার্টির দায়বদ্ধতা এবং আপনার নিজের বাইকের ক্ষতি উভয়ই কভার করে।

উপরে আলোচনা করলাম থার্ডপার্টি ইন্সুরেন্স নিয়ে। শুধুমাত্র একটি ব্যক্তিকে ক্ষতিপূরণ করা হয়।
কিন্তু এই Comprehensive পলিসি Accident হওয়া দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ কভার দিয়ে থাকে।
এবং অন্যান্য ক্ষতিপূরণ দিয়ে থাকে।
এই পলিসি সবথেকে সেরা তাই এটির প্রিমিয়াম দাম বেশি হয়।
এবং বিভিন্ন কম্পানি বিভিন্ন কভার প্রদান করে। তাই এর প্রিমিয়াম ভিন্ন হয়।

এছাড়া আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে পারেন



Latest
Next Post

post written by:

আমারা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক,স্কিম, পরিসেবা তথ্য প্রদান করা। এছাড়াও ডিজিটাল মূলক পরিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।যেমন তথ্যপ্রযউক্তই সাধারণ নলেজ ইত্যাদি।