মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

AADHAR Card : বিনা কাগজ ছাড়াই পরিবর্তন করা যাবে আধার কার্ডের বসবাসের ঠিকানা! কোন পদ্ধতিতে করবেন? রইল তার পদ্ধতি এখনি দেখুন......

    
ঠিকানা বদলানো এবার আরও সহজ, জেনে নিন আবেদনের নিয়ম ?
 এখন সঠিক ডকুমেন্ট ছাড়াই পরিবর্তন করুন আপনার আধার-ঠিকানা। কিন্তু তার জন্য লাগবে পরিবারের প্রধানের অনুমতি।কীভাবে অবশ্যই UIDAI নির্দীষ্ঠ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, রইল তার সুন্দর পদ্ধতি। যাদের কাছে শংসাপত্র নেই, বা কোনও খুব দরকারি কারণে বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, বিশেষ ভাবে তাঁদের সমস্যার কথা মাথায় রেখেই নতুন একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী, পরিবারের হেডের অনুমতি দিলেই  সহজেই ঠিকানা সংশোধন এর আবেদন করা যাবে। এতে অবশ্যই যিনি আবেদন করবেন পরিবারের প্রধানের সম্পর্কের  গ্ৰহনযোগ্য ডকুমেন্ট সাবমিট করতে হবে UIDAI-র নির্দিষ্ট ওয়েবসাইটে। 

কিন্তু কারণবশত যাদের কাছে রেশনকার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা বিবাহের প্রমাণ (ম্যারেজ রেজিষ্ট্রেশন সার্টিফিকেট)র মতো তেমন প্রমাণপএ নেই, তাঁদেরকেও সুযোগ রেখেছে  ভারতীয় সরকার।
বহু আগেই আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করনে আবশ্যিক করে দিয়েছে সরকার। তাই এখন আধার কার্ড বিষয়ে  সঠিক তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সারতে হবে। তাই এখন মোবাইল নম্বরে OTP পাঠিয়ে যাচাই প্রক্রিয়া সারতে পারে UIDAI। সেই পদ্ধতিই এখানেও মেনে করতে হবে। ঠিকানা পরিবর্তনেও  বাড়ির প্রধানের অনুমতি নিতে তাঁর নম্বরে একটি OTP পাঠানো হবে। তিনিই  সম্মতি দিলে তারপর বাসস্থানের ঠিকানা বদলানোর আবেদন মঞ্জুর করা হবে।এবং ঠিকানা পরিবর্তনের জন্য প্রক্রিয়াকরণ শুরু হবে।

এখন হয়ত কোনো পরিবারে নিজেই কর্তা বা বাবা অথবা মা পরলোকগমন করেছেন সেই ক্ষেএে তিনি নিজেই  ভূমিকা পালন করতে পারেন। সেই তথ্যের উপর নির্ভর করে আবেদন যাচাই করে তাঁর ঠিকানা পরিবর্তনের কাজ শুরু করবে UIDAI।

 ওয়েবসাইটে গিয়ে যেভাবে  আবেদন করবেন।  
Aadhaar বা UIDAI এর পোর্টালে  গিয়ে Update Aadhaar- অপশনে ক্লিক করুন এখানে পরিবারের প্রথান তার আধার নম্বরটি  দেখে লিখুন।  এখানে প্রাইভেসি পলিসির কারণে পরিবারের তথ্য Show হবে না। পরিবারের কর্তার সঙ্গে আপনার সম্পর্কের শংসাপত্র জমা দিন, 
কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে?  রেশনকার্ড , ভোটার কার্ড,ড্রাইভিং লাইসেন্সেও হতে পারে ম্যারেজ সার্টিফিকেটও। চাইলে এগুলি দিতে পারেন।এর পরে একটি Service Request Number (SRN) জেনারেট হবে।তবে তার আগে নেটব্যাঙ্কিং বা UPI-এর মাধ্যমে 50 টাকা জমা করতে হবে।

 পরিবারের কর্তার কাজ।
 সম্পর্ণ প্রক্রিয়াটি শেষ হলেই আপনার পরিবারকর্তার মোবাইলে একটি অনুরোধের মেসেজ যাবে। এখানেই আপনার কাজ শেষ হবে, শুরু পরিবারকর্তার কাজ। তাঁকে অর্থাৎ পরিবারের প্রধানের কাছে 30 দিনের সময় থাকবে তার মধ্যে সেই মেসেজটিতে গিয়ে অনুমতি দিতে হবে। তারপর সেই সার্ভিস রিকোয়েস্টটি প্রসেসিং হওয়ার কাজ শুরু হবে। কিন্তু কোনও ভাবে যদি তিনি 30 দিনের মাথায় ওই অনুমতি না দিতে পারেন, তাহলে আপনার আবেদনটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার সময় ও ৫০ টাকা নষ্ট হবে।
Previous Post
Next Post

post written by:

আমারা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক,স্কিম, পরিসেবা তথ্য প্রদান করা। এছাড়াও ডিজিটাল মূলক পরিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।যেমন তথ্যপ্রযউক্তই সাধারণ নলেজ ইত্যাদি।