বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

Airtel কমপক্ষে মাসিক প্লান ₹99 আর থাকবেনা। 99 এর বদলে যে প্লান আসছে চাপে পড়বে অনেকেই।
Airtel রিচার্জ আর ₹99 নয়। 
আমরা দৈনন্দিন এই আধুনিক জীবনে মোবাইল ছাড়া অচল হয়ে যায়। বিভিন্ন কাজে আমাদের মোবাইল খুবই গুরুত্বপূর্ণ। রেশন কার্ড, আধার কার্ড,ব্যাঙ্ক ইত্যাদি ক্ষেত্রে দরকার লাগে।
এমনকি যারা মোবাইল চালাতে অভ্যস্ত নয় তাদেরকেও বাধ্যতামূলক ভাবে মোবাইল চালাতে হচ্ছে। আর মোবাইল চালাতে আমাদের প্রয়োজন একটি সিম।
আমরা মোবাইলে Airtel সিমের ক্ষেএে কমপক্ষে ৯৯ টাকা রিচার্জ করতে হত। আউটগোয়িং ও ইনকামিং কল এবং ম্যাসেজ এর জন্য।কিন্তু এই রিচার্জ মূল্য পরিসেবা বন্ধ হতে পারে আগামী ২৫ জানুয়ারি ।
এবং ৯৯ এর বদলে হবে ১৫৫ টাকার কমপক্ষে মাসিক প্লান। এক্ষেত্রে সাধারণ মানুষরা মাসিক রিচার্জের জন্য বড় চাপ।

কী কী সুবিধা দেওয়া হবে এই প্লানে
আপনার প্রিয় নম্বরটি চালু রাখতে মিনিমাম ১৫৫ টাকা রিচার্জ করতে হবে।
এই প্লানে পাবেন -প্রতিদিন ১জিবি নেট+৩০০ টি এসএমএস ও আনলিমিটেড কল এটি ২৮ দিনের বৈধতা।