বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

আধার কার্ড অফলাইন পেপারলেস kyc কী? what is the Aadhaar Card Offline Paperless kyc?
আধার কার্ড Paperless kyc কী?
আধার কাগজহীন (পেপারলেস) অফলাইন ই-কেওয়াইসি(KYC) এটি নিরাপদ এবং শেয়ার যোগ্য।আপনার বিষয়ে তথ্য যেমন-নাম,ঠিকানা, ছবি, লিঙ্গ, DOB,(জম্মতারিখ) ইত্যাদি অনলাইন ছাড়া এগুলি দেখতে পাবেন। আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরের হ্যাশ এবং ইমেল আইডি, রেফারেন্স আইডি, এবং UIDAI-এর ডিজিটাল স্বাক্ষর ধারণকারী একটি সুরক্ষিত এবং শেয়ারযোগ্য XML ফাইল। ডাউনলোড করার আগে আধার ধারককে একটি 4-অক্ষরের কোড তৈরি করতে হবে যা বাসিন্দাকে পরে পরিষেবা প্রদানকারী অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটি (OVSE)-এর সাথে ডাউনলোড করে ডকুমেন্টটি XML ফাইল করতে পারেন। এছাড়াও  আপনার যদি কোনো কাজে যেটি প্রয়োজন সেটি টিক মার্ক দিয়ে ডাউনলোড করলে  অফলাইন যাচাইকরণের জন্য শেয়ার করতে পারেন। অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ড সেট করতে কেউ আপনার অজান্তেই XML টি খুলতে পারবে না কারণ খোলার জন্য চার অঙ্কের সেট করা সেই পাসওয়ার্ড টি দিতে হবে তারপর ফাইলটি খুলবে ।এটি সম্পূর্ণ নিরাপদ কাগজহীন বলতে পারেন।