শনিবার, ১১ মে, ২০২৪

বাজ অথবা বজ্রপাত পড়ার সময়, মোবাইল, টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখার কথা বলা কেন বলা হয়?কিন্তু বাজ পড়ার সময় মোবাইল ব‍্যবহার করা যায় কি?


বাজ পড়ার সময় বাড়ির টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখার কথা বলা হয়। কিন্তু বাজ পড়ার সময় মোবাইল ব‍্যবহার করা যায় কি? এই বিষয়ে সঠিক তথ‍্য অনেকেই জানেন না।


 চলুন আজকে এই আর্টিকেলে বিষয়টি পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক।
বিজ্ঞানের মত অনুযায়ী, বাজ পড়ার সময় যে কোনও বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্র থেকেই দূরে থাকা ভাল।
ল‍্যান্ডফোন একেবারেই ব‍্যবহার করা উচিত নয়। কিন্তু স্মার্টফোন ব‍্যবহার করা যেতে পারে কি? ইন্টারনেট কি চালু রাখা যায়?
বিশেষজ্ঞদের মতে, ঘরের ভিতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতেই পারে। তবে, ইন্টারনেট বন্ধ রাখাই ভাল
।যদি মারাত্মক আকারে বাজ পড়ে সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দেওয়াই ভালো। নাহলে স্মার্টফোনটির তো বটেই অচল হতে পারে, এবং যিনি সেটি ব্যবহার করছেন, তাঁরও বিপদ হতে পারে।

বজ্রপাত পড়ার সময় সমস্ত ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশ বন্ধ রাখা ভালো।