সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আয়কর বিভাগের নির্দিষ্ট পোর্টালে গিয়ে ইউজারদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ধাপে ধাপে নিয়ম অনুযায়ী এগিয়ে যেতে হবে।

Income Tax Return File: বেতনভোগী করদাতা (Salaried Tax Payers) এবং non-auditable cases- এর ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (Income Tax Return Filing) করার শেষদিন ৩১ জুলাই, ২০২২। গত ১৬ জুলাই ট্যুইট করে একথা জানিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টপেন্ট (Income Tax Department) বা আয়কর বিভাগ। ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য ৩১ জুলাই পর্যন্ত আইটি রিটার্ন ফাইল (IT Return File) করা যাবে। বছর যদি আয় ৫ লক্ষ টাকা হয়, তাহলে লেট ফি (Late Fee) হিসেবে ৫০০০ টাকা লাগবে। আর যদি আয় বছরে ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে লেট ফি হিসেবে ১০০০ টাকা লাগবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে ব্যক্তি আইটি রিটার্ন ফাইল করতে পারবেন না তাঁর ক্ষেত্রেই এই লেট ফি প্রযোজ্য হবে।

ই- ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আয়কর বিভাগের নির্দিষ্ট পোর্টালে গিয়ে ইউজারদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ধাপে ধাপে নিয়ম অনুযায়ী এগিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের আয়কর বিভাগের ওই ওয়েবসাইটে গিয়েই অ্যাকাউন্ট খুলে একজন আইটিআর ই-ফাইলিং অর্থাৎ অনলাইনে ফাইল করতে পারবেন।

2022-2023 অর্থবর্ষের জন্য কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন দেখে নিন 

প্রথম.বশ্যই প্রথমে Income Tax e-filing ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘লগ-ইন’ বাটন বেছে নিতে হবে।

দ্বিতীয়.উজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিতে হবে

তৃতীয়- লগ-ইন করার পর ই-ফাইল ক্যাটেগরিতে ক্লিক করে স্ক্রল করে নীচে নেমে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন অপশনে সিলেক্ট করতে হবে। চতুর্থ -নির্দিষ্ট বছর বেছে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। পঞ্চমত-এবার ইনকাম ট্যাক রিটার্ন ফাইল করার মোড ‘অনলাইন’ বেছে নিতে হবে। তারপর Please select the status applicable to you to proceed- ক্যাটেগরিতে individual তে অপশন ক্লিক করতে হবে। বেছে নিতে হবে ITR form type (আপনার প্রয়োজন অনুযায়ী) 

ষষ্ঠ -এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সঠিক কারণ বেছে নিতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট সীমা দেওয়া থাকবে।

সপ্তম-আপনার ব্যাঙ্কের তথ্য দিতে হবে।

 অষ্ঠম-অবশেষে খুব ভাল করে ইনকাম ট্যাক্স রিটার্ন সামারি পড়ে নিতে হবে ভাল করে এবং খুঁটিয়ে।নবম-ভুল থাকলে তা এডিটের অপশনও পাবেন।

বিঃদ্রঃ সময়ের বদলে অনেক পরিবর্তন হতে পারে।সেই কারণেই কিছু পরিবর্তন হতে পারে।তাই ভালো করে দেখে নিয়ে কাজ গুলো করবেন।