মঙ্গলবার, ২১ মে, ২০২৪

কোন ফল নিয়ে প্লেনে ওঠা নিষেধ।

বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো। ফ্লাইটে ভ্রমণ করতে গেলে সেই সকল নিয়ম-কানুন আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। 


তবে এমন কিছু নিয়ম রয়েছে বিমানে যাতায়াতের ক্ষেত্রে যা আমাদের অনেকের কাছেই অজানা। ফলে সেই সকল জিনিস সঙ্গে করে নিয়ে গেলে বিপত্তি বাঁধতে পারে।
তেমনই একটি বিষয় হল আপনি বিমানে যাত্রা করার সময় কোন ফল নিয়ে যেতে পারবেন না? ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।


এবার আসার যাক উত্তরে। বিমানে যে ফল নিয়ে ভ্রমণ করা একেবারে নিষিদ্ধ সেটি হব নারকেল। কারণ এটি একটি শক্ত ও ভারী বস্তু আর যে কেউ এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ।
তাই নিরাপত্তার কারণে ফ্লাইটে সাধারণত নারকেল নিয়ে বিমনে ভ্রমণ করতে দেওয়া হয় না। নারকেলের ভিতর যে তরল থাকে তা কোনও ভাবে বেরিয়ে গেলে তা পিচ্ছিল পৃষ্ঠ তৈরি করতে পারে, যার ফলে কেবিনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে।
Previous Post
Next Post

post written by:

আমারা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক,স্কিম, পরিসেবা তথ্য প্রদান করা। এছাড়াও ডিজিটাল মূলক পরিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।যেমন তথ্যপ্রযউক্তই সাধারণ নলেজ ইত্যাদি।