রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

OBC কী? এটা কাদের জন্য?-OBCA,B,C পার্থক্য কেন?What is the difference between OBC-A,OBC-B,OBC-C?
OBC কী? এটা কাদের জন্য ?
আমরা জানি OBC এর Full From OTHER BACKWARD CLASS অর্থাৎ বাংলা ভাষায় হল "অন্যান্য অনগ্রসর শ্রেণী"। 
এককথায় অনগ্রসর সম্প্রদায় যারা আর্থিক ভাবে সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। চরম অবহেলিত, বিছিন্ন, উপেক্ষিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তানারাই হল "অন্যান্য অনগ্ৰসর শ্রেণী" অর্থাৎ আমরা OBC নামে চিনি।

আমরা জেনে আসছি OBC শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ে হয়ে থাকে। এই ধারণা সম্পূর্ণ ভুল ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের ব্যাক্তিরাই ছাড়া বহু সম্প্রদায় বা গোষ্ঠী আছে যারা OBC এর অন্তর্ভুক্ত। এটা মাথায় রাখতে, হবে যারা সমাজের আর্থিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে।

ওবিসি কত ধরনের ? ও কী কী ?
সাধারনত আমরা জানি ওবিসি(OBC) দুই ধরনের হয়ে থাকে যেমন-OBC-A ,OBC-B  এই দুই প্রকার ছাড়ও আরো একটি আছে OBC-C
তাহলে সর্বমোট তিন (৩) ধরনের ওবিসি আছে।

OBC-A,B,C এদের পার্থক্য কেণ?What is the difference between OBC-A,OBC-B,OBC-C?
"অন্যান্য অনগ্রসর শ্রেণী হল" একটি সম্মিলিত শব্দ যা ভারত সরকার শিক্ষাগত বা সামাজিকভাবে এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে তাদের বার্ষিক আয়ের মান অনুযায়ী ওবিসি তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন-OBC-A= যে পরিবারে ৫(পাঁচ) থেকে ৮ (আট)লক্ষ বার্ষিক আয় করে থাকেন সেই গোষ্টিকে OBC-A Category তে অন্তর্ভুক্ত করা হয়। OBC-B=  যে পরিবারে বার্ষিক আয় ১ থেকে ৫ লাখের মধ্যে হয়ে থাকে সেই পরিবারকে OBC-B Category তে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। OBC-C= যে পরিবারের বার্ষিক আয় ১ লাখের কম। একেবারে যারা সমাজের নিম্ম শ্রেণি সেই সমস্ত পরিবার অথবা গোষ্টিকে OBC-C তে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
তাই শিক্ষাক্ষেত্রে এবং অন্যান্য কর্ম ক্ষেত্রে বিশেষ ভাবে কোনো ওবিসি প্রার্থিদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। 

ব্যক্তিগত মতামত- 
এবার হয়ত অনেকেই বলবে আমার বার্ষিক আয় অনেক কম। তাহলে ধরে নেওয়া যাক আপনার সর্বনিম্ন প্রতি মাসে ১০,০০০ আয় করেন। দেখা গেল বছরের শেষে আপনার আয় -১০,০০০×১২ মাস=১২০,০০০(এক লক্ষ কুড়ি হাজার) আয় করেন।
এবার আপনি ভেবে দেখুন OBC Certificate আবেদন করার সময় আপনি কার রক্তের সম্পর্ক করে ডকুমেন্ট গুলি জমা দিয়েছিলেন। হয়ত আপনার কাকা, দাদার ইত্যাদি। এবার আপনি যে ব্যক্তির রক্তের সম্পর্ক নিয়ে জমা দিয়েছিলেন তাদের পরিবারে কতজন সদস্য আছে এবং আপনার পরিবারের কতজন সদস্য আছে দুই পরিবারের সদস্য সংখ্যা যোগ করে ফেলুন। এবার তাদের মাথা পিছু দশ হাজার টাকা আয়া করেন সেইভাবে হিসাব করুন। এবার দেখুন কত বছরে হিসাব করলে কত হয়।
আরো একটি বিষয় অনলাইনে এবং অফলাইন কাগজ পত্র দ্বারা প্রমাণ করাতে হবে যে আপনি আয় কম করেন। 
ধন্যবাদ।
আমাদের ইউটিউব চ্যানেল please subscribe -BANGLAR seva