এখন বর্তমানে ভারতীয় প্রাইভেট সেক্টর ব্যাংক একুশটি এবং পাবলিক সেক্টর ব্যাংকও আছে বারো টি। মোট ৩৩টি ব্যাংকেই সাধারণত আমরা টাকা জমা করে থাকি। লক্ষ কোটি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সরকারি এবং বেসরকারি ব্যাংকে । এর মধ্যে কোন কোন ব্যাংকে টাকা(money) রাখা সবচেয়ে নিরাপদ(Best secure)? ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রকাশ করল সেই তালিকা। ২০২২ সালে আমানতের নিরিখে নিরাপদ ব্যাংকের তালিকা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে মাএ দু'টি বেসরকারি ও একটি সরকারি ব্যাংক রয়েছে।
১* স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) ,(ভারতীয় প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক)
২* এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) ও
৩* আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)।
নিখুঁত কড়া নজরদারির করেই ব্যাংকের ওই তালিকা ঘোষণা করেছে আরবিআই। সম্পত্তি রাখার ঝুঁকির বিচারে এসবিআই (State Bank of India)আছে টিয়ার-ওয়ানে। শূন্য দশমিক.ষাট শতাংশ (০.৬০)ঝুঁকি আছে। এইচডিএফসি(HDFC) ও আইসিআইসিআই (ICICI) রয়েছে ঝুঁকির বিচারে শূন্য দশমিক. কুড়ি শতাংশ।(০.২০) ২০১৫ সাল থেকে রিজার্ভ ব্যাংক(RBI) এই তালিকা প্রস্তুত করেছে। আরবিআই(RBI) রেটিংও দিয়েছে সেই ব্যাঙ্ক গুলির।