যে শব্দ গুলির অর্থ জানব:
১.S/O (Son of) এর ছেলে
১.D/O (Daughter of) এর মেয়ে/কন্যা
৩.W/O (Wife of) এর স্ত্রী
৪.H/O (Husband of) এর স্বামী
৫.C/O (Care of) প্রযত্নে
৬.SIL (Son in law) জামাই
এটা মনে রাখতে হবে Of এর বাংলা অর্থ (র) এর।
S/O উদাহরণ সহকারে দেখে নিই:
Name( নাম) -Shyamal Mondal (এখানে পুএের নাম থাকবে)
S/O- Bimal Mondal
এইখানে ছেলেদের s/o মানে একজন বাবার পুএ বা ছেলে। তাহলে এখানে Shyamal Mondal হল Bimal Mondal এর ছেলে।
এখানে বাবা এবং ছেলের সম্পর্ক। এইখানে বাবার নাম লিখতে হয়। যদি কোনো কারণে বাবা না থাকলে সেক্ষেত্রে মায়ের নাম লাখা যাবে।
D/O উদাহরণ সহকারে দেখে নিই:
নাম - রুপা সরদার(এখানে কন্যার নাম থাকবে)
D/O - বাবলু সরদার
এইখানে একজন বাবার মেয়ে/কন্যা বোঝায় । অর্থাৎ রুপা হল বাবলু সরদারের কন্যা। D/O মানে তিনি একজন কন্যা বোঝানো হয়ে থাকে। এইখানে যার কন্যা তার নাম D/O এর জায়গায় লেখা যাবে।D/O জায়গায় বাবা বা মায়ের নাম লেখা যাবে।তবে বাবার নাম লেখা ভালো।
W/O উদাহরণ সহকারে দেখে নিই:
নাম - রহিমা বিবি (স্ত্রীর নাম থাকবে)
W/O -হালিম বাবু
এইখানে স্ত্রী এবং স্বামী সম্পর্ক। অর্থাৎ হালিম বাবুর স্ত্রী হলেন রহিমা বিবি।
W/O এর জায়গায় অবশ্যই তার স্বামীর নাম লিখতে হবে।
H/O উদাহরণ সহকারে দেখে নিই:
নাম - খোকন মন্ডল (স্বামীর নাম থাকবে)
H/O -জয়া মন্ডল (এখানে অবশ্যই স্ত্রীর নাম থাকবে)
এখানে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। অর্থাৎ খোকন মন্ডল হলেন জয়া মন্ডলের স্বামী।
SIL উদাহরণ সহকারে দেখে নিই:
নাম -লিলা হালদার (শাশুড়ির নাম থাকবে)
SIL-বিকাশ রায় (জামাইয়ের নাম থাকবে)
কোনো কারনে শাশুড়ির গার্জেন অথবা শাশুড়ির দায়ভার নিলে এছাড়াও অন্যান্য ক্ষেত্রে জামাইয়ের নাম SIL এর জায়গায় লেখা যেতে পারে।
আমাদের ইউটিউব চ্যানেল Please Subscribe -Banglar seva
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন