তাই আবাস প্লাস যোজনা লিস্টে নাম রয়েছে নাকি, নাম বাতিল হয়েছে দেখুন।কিভাবে চেক করবেন রইল পরস্পর ধাপ:-
১) প্রথমে আপনাকে অবশ্যই আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। pmayg.nic.in
২) এরপর Awaassoft এ ক্লিক করলে তার নিচে দেখে Report এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে স্ক্রল করে সর্বশেষের ধাপ নীচে Beneficiary details for verification এ ক্লিক করতে হবে।
৪) এরপর আপনানি যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের/থানার নাম, যে বছরের দেখতে চান(2022-2023), গ্রাম পঞ্চায়েতের নাম , তারপর ক্যাপচা বসান (কোনো সংখ্যার যোগ অথবা বিয়োগ করে যেটি উওর হবে সেটি বসান)
সাবমিট করুন।
সুবিধার জন্য ডাউনলোড করে নিতে পারেন।
এটা মনে রাখতে হবে যে সম্পর্ণ পঞ্চায়েতের এলাকার নাম থাকে। তাই আপনার নামটি খুঁজে পেতে সময় লাগতে পারে,সেখেএে ডাউনলোড করা pdf থেকে ক্লিক করে উপরে সার্চ অপশনে ক্লিক করে ,আপনার নাম অথবা জব কার্ড নম্বর বসালে তাড়াতাড়ি আপনার ঘর থাকে তাহলে দেখতে পাবেন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন