আজকে আমরা জানব প্যান কার্ডের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।একজন নাগরিক হিসেবে যেগুলি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে জেনে নেওয়া যাক-
প্যান কার্ড(PAN CARD) কী
প্যান কার্ডের (PAN)পূর্ণ নাম হল (Parmanent Account Number) যার বাংলা অর্থ হল -স্থায়ী একাউন্ট নম্বর।প্যান কার্ড ১০ সংখ্যার বিশেষ নম্বর প্রদান করে আয়কর বিভাগ।(INCOME TAX DEPARTMENT)এটি সম্পূর্ণ ভারতীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত।প্যান কার্ড দেখতে প্লাস্টিক কার্ডের মতো দেখতে হয়।এটি বিশেষ ভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
প্যান কার্ড পাবার যোগ্যতা
আমরা জানি প্যান কার্ড আবেদন করার জন্য ১৮ বছর হলেই আবেদন করতে পারি। কিন্তু নতুন নিয়ম হয়েছে এখন ১৮ বছরের কম হলেও এবার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে অভিভাবকদের ডকুমেন্ট প্রয়োজন পড়ে।
প্যান কার্ড(PAN CARD) কত ধরনের ?
প্যান কার্ড ভারতে মাএ দুই ধরনের প্যান কার্ড আছে যথা- ভারতীয় নাগরিকদের জন্য (49A), বিদেশিরাও ভারতীয় প্যান কার্ড করতে পারেন তাদের জন্য (49AA). এইক্ষেত্রে আবেদন ফি বেশি দিতে হয়।
বতর্মানে ভারতে মাএ দুটি কম্পানি আছে যারা প্যান কার্ড প্রদান করে UTI ও NSDL pan card.
এই দুই প্যান কার্ডের মধ্যে কী তফাত ও কী কী সুবিধা আছে? কোন প্যান কার্ডটি সবথেকে ভালো।
প্রথমেই UTI প্যান কার্ড সুবিধা ও অসুবিধা সম্বন্ধে জেনে নিই।
UTI PAN CARD
UTI এর পূর্ণ নাম হল -UTI INFRASTRUCTURE TECHNOLOGY AND SERVICE LIMITED. ভারতবর্ষে প্রথম যখন প্যান কার্ড চালু করা হয়েছিল তখন এই কম্পানি প্রথম প্যান প্রস্তুত করার অনুমতি পায়
১.Uti ১৯৯৩ সালে প্রথম বিনিয়োগ সেবাকারিদের জন্য একটি লিমিটেড কম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
২.UTI PAN শুধুমাত্র ভারতীয় নাগরিকদের সুবিধা প্রদান করে। এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ভারতীয় প্রশাশনিক নিয়ন্ত্রনে কাজ করে থাকে।
৩.Uti আবেদন করার প্রক্রিয়া তূলনামূলক জটিল ও সময় সাপেক্ষ।
৪.Uti শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করা হয়।
৫.Uti এর তেমন কোনো ব্রাঞ্চ অফিস অথবা ফ্রানচাইজ নেই
৬.Uti শুধুমাত্র Mutuall account খোলা যেতে পারে।
৭.অবশ্যই uti ভারতীয় আয়কর বিভাগে কাজ করে থাকে।
এবার NSDL PAN CARD এর বিষয়ে জেনে নেওয়া যাক।
NSDL PAN CARD
NSDL এর পূরো নাম হল National securityes Dipositor limited.
NSDL ১৯৯৬ সালে আগস্ট মাসে ভারতীয় মূলধন পুজি গচ্ছিত হিসাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে NSDL এর থেকে UTI আগে প্রতিষ্ঠিত হয়েছিল।
১.NSDL ভারতীয় নাগরিক ছাড়াও বিশ্বের প্রতিটি মানুষ এর থেকে সুবিধা নিতে পারে।
২.NSDL PAN CARD আবেদন করার প্রক্রিয়া সহজ।
৩.NSDL এর মোবাইল অ্যাপ আছে ও ওয়েবসাইট আছে যার ফলে মোবাইল ও কম্পিউটার থেকে খুব সহজেই আবেদন করা যায়।
৪.NSDL এ ব্যাংকিং একাউন্ট খোলা যায়।যেমন shavings account, current account, খোলা যায়। এমনকি অন্যান্য ব্যাঙ্কের মতো সুদও দিয়ে থাকে। আবার (DMT) Domestic money transfer] করা যায়।DMT হল অনলাইনের মাধ্যমে টাকা পাঠানোর মতো আরো অনেক সুবিধা আছে।
৫.NSDL আবশ্যই ভারতীয় আয়কর বিভাগে (Tax Departmentএ )করে থাকে।
এটা মাথায় রাখতে হবে যে দুই কম্পানি ভারতীয় আয়কর বিভাগের সাথে কাজ করে থাকে। এর মধ্যে যোকোনো একটি প্যান কার্ড করতে পারেন তাতে সমস্যা নেই।এই দুই প্যান কার্ড ভালো মন্দ এটি তেমন গুরুত্ব নয়। দুটিই প্যান কার্ড ভারত সরকার দ্বারা স্বকৃত। দুই প্যান কার্ড সমান ভাবে গুরুত্বপূর্ণ।
আসা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অন্যদেরকে জানার জন্য শেয়ার করতে পারেন।
Subscribe our Youtube channel -Banglar seva