অবশ্যই আপনাকে "কৃষক বন্ধু" প্রকল্পের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। আর যদি ইতিমধ্যে করে ফেলেছেন, তাহলে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন krishakbandhu.net/
ব্যাঙ্কের সার্ভার জনিত সমস্যার কারণে আমাদের মোবাইলে সময় মতো মেসেজ পাইনা আবার আমাদের মোবাইলে রিচার্জ না থাকলে কিছু কিছু ক্ষেত্রে কোনো মেসেজ আসেনা। এছাড়াও কারোর মোবাইল অথবা সিম কার্ড হারিয়ে যাওয়ার অনেক সমস্যার সম্মুখীন হয়।আমরা তখন বিভ্রান্তির মধ্যে পড়ি। তাই সহজ উপায়ে দেখুন টাকা ঢুকেছে কি না।
Google থেকে এই krishakbandhu.net/ ওয়েবসাইটে যান। এবার নিচের লেখাটি ফলো করুন।
এবার ধাপ গুলি অনুসরন করুন
১.কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকদের তথ্যের একটি অপশন পাওয়া যাবে।
২.এই অপশনে ক্লিক করতে হবে
৩.অন্য পেজে নিয়ে যাওয়া হবে
৪.সঠিক searc Voter Id card এর নম্বর দিতে হবে ও সার্চ অপশনে ক্লিক করতে হবে
৫.যদি Transaction Successfully এমন লেখা দেখায় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হবে।
সহজ ও দীত্বিয় পদ্ধতি
"কৃষক বন্ধু"র টাকা ঢুকেছে কি-না জানার সহজ উপায় হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা। অথবা আপনার মোবাইলে মেসেজ চেক করুন। আর যদি টাকা আসে তার পরিমাণ ২০০০ টাকা।
আমাদের ইউটিউব চ্যানেল BANGLAR seva